নাক উন্নত মেরুদণ্ডী প্রাণীদের (সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী) মুখমণ্ডলের একটি বর্ধিত অংশ যা পাশাপাশি অবস্থিত একজোড়া নাসারন্ধ্র (nostril or nais) নিয়ে গঠিত এবং গন্ধের জন্য দায়ী রাসায়নিক (তরল বা গ্যাসীয়) পদার্থ সনাক্ত করতে সক্ষম। নাক গন্ধ সনাক্তকরণ ছাড়াও শ্বাস-প্রশ্বাস চালানোয় (অক্সিজেন গ্রহণ ও কার্বন-ডাই অক্সাইড ছাড়া) ব্যবহৃত হয়ে থাকে।
অধিকাংশ মাছে এক থেকে দুই জোড়া নাসারন্ধ্র বিদ্যমান যা পাশাপাশি অবস্থান করে সম্মিলিতভাবে নাক গঠন করে না। অন্যদিকে ল্যাম্প্রে (Lamprey) ও হ্যাগফিশে (Hagfish) একটিমাত্র নাসারন্ধ্র দেখতে পাওয়া যায়। মাছের নাসারন্ধ্র কেবলমাত্র গন্ধ সনাক্ত করতে সক্ষম এবং অক্সিজেন গ্রহণ ও কার্বন-ডাই অক্সাইড ত্যাগ করায় এর কোন ভূমিকা নেই। মাছের মত উভচরদেরও নাকের পরিবর্তে নাসারন্ধ্র দেখতে পাওয়া যায় তবে এদের নাসারন্ধ্র গন্ধ সনাক্তকরণ ছাড়াও শ্বাস-প্রশ্বাস চালানোয় ব্যবহৃত হয়।

 



Visited 252 times, 1 visits today | Have any fisheries relevant question?
নাক

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply