ধানী পোনা বলতে রেণু পোনার পরবর্তী অবস্থা হতে ১.৫-২ সেমি পর্যন্ত আকারের পোনাকে বোঝায়। এই পোনার আকার ধানের আকারের সমান হয়ে থাকে বলেই একে ধানী পোনা বলে।
সাধারণত রুই জাতীয় মাছের ক্ষেত্রে ৪-৫ দিন বয়সের রেণু পোনা সঠিকভাবে লালন-পালন করলে ১০-১২ দিনের মধ্যেই ধানী পোনায় পরিণত হয়। এসব ধানী পোনা বয়সে ১৫ থেকে ১৮ দিন পর্যন্ত হয়ে থাকে।



Visited 2,448 times, 1 visits today | Have any fisheries relevant question?
ধানী পোনা

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply