ট্রিপ্লয়েড বলতে বোঝায় তিন সেট (set) ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ মূল বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের তিন সেট উপস্থিত এমন। এটি “3n” দ্বারা প্রকাশ করা হয়।
একটি কোষের নিউক্লিয়াস তিন সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে ট্রিপ্লয়েড কোষ বলে। একই ভাবে কোন জীবের অধিকাংশ কোষের নিউক্লিয়াস তিন সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে ট্রিপ্লয়েড জীব বলা হয়।
যেমন গ্রাস কার্পের (Grass carp, Ctenopharyngodon idella) দেহকোষের দুই সেট ক্রোমোজোমের মোট সংখ্যা ৪৮টি (2n=২×২৪=৪৮) অর্থাৎ প্রতি সেটে ২৪টি (n=x=২৪)। একইভাবে এদের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা ২৪টি। কিন্তু ট্রিপ্লয়েড গ্রাস কার্পের দেহকোষে ক্রোমোজোম রয়েছে তিন সেট অর্থাৎ এদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ৭২টি (3x=৩×২৪=৭২) এবং বাহ্যিক বৈশিষ্ট্যগত দিক থেকে এরা বন্ধ্যা হয়ে থাকে। অন্যদিকে এদের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে থাকে ৩৬ যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক অর্থাৎ n=৩৬।
এখানে, x = এক সেট মূল (basic) বা অনন্য (unique) ক্রোমোজোম। অন্যদিকে n = জনন কোষের মোট ক্রোমোজোম সংখ্যা বা দেহকোষের মোট ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। তাই ডিপ্লয়েড প্রাণীদের ক্ষেত্রে n ও x সমান হয়ে থাকলেও পলিপ্লয়েড প্রাণীদের ক্ষেত্রে তা আলাদা হয়ে থাকে।
Triploid
Triploid means having triple set of chromosomes. It is symbolized by “3x”.
Normally fish like eukaryotic organism bears two set of chromosomes in somatic cells and gamete bears single set of chromosomes.
The number of a single set of chromosomes of grass carp (Ctenopharyngodon idella) is 24 (n=x=24) that means somatic cell bears 24 pairs or 48 (2n=2×24=48) of chromosomes and gamete bears 24 chromosomes. But triploid grass carp is functionally sterile and the chromosome number of somatic cell of triploid grass carp is 72 (3x=3×24). On the other hand, chromosome number of triploid grass carp gamete is 36 that means n=36.
Here, x = a set of basic or unique chromosomes. On the other hand, n = half number of chromosomes of somatic cell or total number of chromosomes of gamete.