মেরুদণ্ডী প্রাণীরা যে ইন্দ্রিয় (বা গ্রাহক অঙ্গ) এর মাধ্যমে শব্দ সনাক্ত করতে পারে তাকে কর্ণ (বা কান) বলে। কর্ণ প্রধানত শ্রবণের কাজ করে। এছাড়াও প্রাণীর দেহের অবস্থান ও ভারসাম্য বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি উন্নত প্রাণীদের শ্রবণতন্ত্রের (auditory system) প্রধান অঙ্গ।

কর্ণের প্রধান অংশ তিনটি যথা- বহিঃকর্ণ (outer or external ear), মধ্যকর্ণ (middle ear) এবং অন্তঃকর্ণ (inner ear)। সাধারণত জলজ প্রাণীদের (যেমন- মাছ, তিমি, শুশুক ইত্যাদি) বহিঃকর্ণ অনুপস্থিত তবে মধ্যকর্ণ, বিশেষত অন্তঃকর্ণ বর্তমান।

 

Ear:
Ear is a kind of receptor organ (also called receptors) of vertebrates that detects sound. It is also assists with balance and body position. It is a main part of the auditory system of higher animals.

Ear is divided into three main parts. Such as- outer or external ear (composed of pinna, ear canal, surface of ear drum), middle ear and inner ear (composed of cochlea, vestibule, and semicircular canals).



Visited 138 times, 1 visits today | Have any fisheries relevant question?
কর্ণ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply