যখন কোন প্রজাতির সকল সমস্য ঋতুর উপর ভিত্তি করে বা ঋতুর প্রভাবে অভিপ্রয়াণ করে থাকে তখন তাকে ঋতুভিত্তিক অভিপ্রয়াণ (Seasonal migration) বলা হয়। যেমন আমাদের দেশে ইলিশ মাছ শীতের শুরুতে ও শেষে সমুদ্র থেকে নদীতে প্রজননের উদ্যেশ্যে অভিপ্রয়াণ করে থাকে। এ ধরণের অভিপ্রয়াণকে ঋতুভিত্তিক অভিপ্রয়াণ বলা হয়ে থাকে। এছাড়াও প্রতি বর্ষায় প্লাবণভূমি, বিল, হাওড় ইত্যাদি থেকে বড় বড় নদীতে রুই জাতীয় মাছ প্রজননের জন্য অভিপ্রয়াণ করে থাকে। আবার অধিকাংশ ছোট মাছ বর্ষায় (SIS Fishes) নদী, খাল, বিল ইত্যাদি জলাশয় থেকে জলজ উদ্ভিদ সমৃদ্ধ প্লাবনভূমিতে অভিপ্রয়াণ করে থাকে।



Visited 196 times, 1 visits today | Have any fisheries relevant question?
ঋতুভিত্তিক অভিপ্রয়াণ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply