উদ্দীপক [stimulus (plural stimuli)] প্রাণী কর্তৃক সনাক্ত-যোগ্য পরিবেশের উপাদান (মূলত পরিবেশের পরিবর্তন) যা জীবন্ত প্রাণীকে প্রতিক্রিয়া প্রকাশে উদ্বুদ্ধ করে।

প্রাণী দেহের অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তন (যেমন-পাকস্থলীর পেশীর সংকোচন) উদ্দীপক হিসেবে কাজ করলে তাকে অভ্যন্তরীণ উদ্দীপক এবং প্রাণীদেহের বাহ্যিক পরিবেশের পরিবর্তন (যেমন-তাপমাত্রা, বাতাসের প্রবাহ ইত্যাদি) উদ্দীপক হিসেবে কাজ করলে তাকে বাহ্যিক উদ্দীপক বলা হয়।

মাছের মত উন্নত প্রাণীতে ইন্দ্রিয় কর্তৃক সনাক্ত-যোগ্য পরিবেশের উপাদান (পরিবেশের পরিবর্তন) পরিবর্তন সনাক্ত হবার পর সংবেদী বা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় এবং ফলাফল হিসেবে প্রতিক্রিয়া প্রকাশ পায়।

এখানে বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন যে, পরিবেশের যে কোন পরিবর্তনই উদ্দীপক নয়। বরং পরিবেশের যে পরিবর্তন প্রাণীর ইন্দ্রিয় কর্তৃক সনাক্ত হতে পারে সে পরিবর্তনকেই উদ্দীপক বলা যায়। আবার পরিবেশের একই ধরণের পরিবর্তন সবার জন্য উদ্দীপক হিসেবে নাও বিবেচিত হতে পারে। যেমন- গভীর সমুদ্রের অকার্যকর চোখ বিশিষ্ট মাছের নিকট আলো উদ্দীপক হিসেবে বিবেচিত হয় না। আবার বধির ব্যক্তির ক্ষেত্রে তীব্র শব্দের উপস্থিতিও কোন উদ্দীপক নয়।

 

 

Stimulus:
Stimulus (plural- stimuli) is a detectable environmental factor (as an environmental change) that stimulates to exhibit response of a living organism.

For example, light is the stimulus that causes a flower to open or a fish to hide beside a rock as well as aquatic plants.

Like a fish, higher animals detect the factor (environmental change) by receptor organ and send as nerve impulses to central nervous system through afferent or sensory neuron; as a result activity of a living organism or one of its parts (as by exciting a sensory organ or evoking muscular contraction or glandular secretion) is expressed.

A stimulus may be internal or external according to its origin. Internal stimulus means a detectable change that is created by internal environment (organ or organ system) of an organism. On the other hand external stimulus means a detectable change that is created by external environment (light, temperature, air flow etc.) of an organism.



Visited 1,200 times, 1 visits today | Have any fisheries relevant question?
উদ্দীপক

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply