যে অঙ্গের মাধ্যমে প্রাণী দর্শন, শ্রবণ, স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি সংবেদন শনাক্ত করে অন্তর্মুখী স্নায়ুকোষে মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে তাকে ইন্দ্রিয় (যা সংবেদী অঙ্গ বা গ্রাহক অঙ্গ নামেও পরিচিত) বলে।

বেশীর ভাগ উন্নত প্রাণীতে চোখ (দর্শন), কান (শ্রবণ), জিহ্বা (স্বাদ), নাক (ঘ্রাণ), ত্বক (স্পর্শ) ইত্যাদি ইন্দ্রিয় বর্তমান।

অনেক প্রাণীতে এগুলোর কোন কোনটি যেমন অনুপস্থিত থাকতে পারে তেমনই অনেক প্রাণীতে এগুলো ছাড়াও বিশেষায়িত ইন্দ্রিয় উপস্থিত থাকতে পারে যেমন- মাছের পার্শ্বরেখা অঙ্গ একটি বিশেষায়িত ইন্দ্রিয়।

 

 

Sense organ:
Sense organ (also known as sensor, sensory organ, receptor, receptor organ) is an organ that detects and receives external and internal stimulus or a group of stimuli and sends (as nerve impulse) to central nervous system via sensory or afferent neurons.

Most common sense organ of the higher animals are eye (vision), ear (hearing), tongue (test), nose (smell), skin (touch) etc.

Some animals have specialized sense organ such as lateral line in fishes.
 

 



Visited 274 times, 1 visits today | Have any fisheries relevant question?
ইন্দ্রিয়

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply