খাদ্য গ্রহণ, প্রজনন, অনুকূল পরিবেশ প্রাপ্তি ইত্যাদি উদ্দেশ্যে প্রাণী জনতার (animal population) সকল সদস্য অথবা বেশিরভাগ সদস্যের বসবাসস্থল হতে অন্যস্থানে (এক বা একাধিক) গমন এবং উদ্দেশ্য পূরণের পর পুনরায় পূর্বের স্থানে ফিরে আসাকে অভিপ্রয়াণ (migration) বলে। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী ইত্যাদি উন্নত প্রাণীর মাঝে সহজাত (instinctive) আচরণ হিসেবে অভিপ্রয়াণ দেখতে পাওয়া যায়।

নির্দিষ্ট উদ্দেশ্যে প্রাণীর বসবাসের স্থল হতে অন্যত্র গমন এবং ফিরে আসার এ চক্র (অভিপ্রয়াণ চক্র) সম্পন্ন হতে যেমন একদিন বা একরাত সময় লাগতে পারে তেমনই এক বছর বা একটি সম্পূর্ণ ঋতুর (পরিবেশগত যেমন শীত, বর্ষা ইত্যাদি অথবা প্রজননগত) প্রয়োজন হতে পারে।

অভিপ্রয়াণ এর ইংরেজি শব্দ Migration যা ল্যাটিন শব্দ Migrare থেকে এসেছে যার আভিধানিক অর্থ to travel (to move from place to place) বা ভ্রমণ (একস্থান হতে অন্যস্থানে গমন)। তবে প্রাণিবিজ্ঞানে অভিপ্রয়াণ বলতে কেবলমাত্র এলোমেলো ভ্রমণ বা স্থান পরিবর্তনকে বোঝায় না বরং একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রাণীর বসবাসস্থল থেকে অন্যস্থানে গমন এবং উদ্দেশ্য পূরণের পর পুনরায় পূর্বের স্থানে ফিরে আসা বোঝাতে অভিপ্রয়াণ শব্দটি ব্যবহৃত হয়। (অনেক জীববিজ্ঞানের বই-এ অভিপ্রয়াণ শব্দটি অভিপ্রয়ান, অভিপ্রায়ন, অভিপ্রায়ণ হিসেবে উল্লেখ করা হয়েছে যা স্পষ্টই ভুল।)

 

 

Migration:

Migration is the cyclic movement of all or large portion of an animal population from own habitat to another place (one or more) for getting favorable environment, feeding, breeding, etc.

The word migration is formed from Latin word migratus (past participle of migrare) that means “to travel or to move from place to place”.

On the other hand, migration is an instinctive behabiour of an animal (especially fishes, amphibians, reptiles, birds, mammals etc.) and the migration cycle may be completed within a day, night, season (environmental or reproductive), year etc.

 

 

 

 



Visited 4,003 times, 1 visits today | Have any fisheries relevant question?
অভিপ্রয়াণ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply