অঙ্কীয়দেশ বলতে সাধারণত প্রাণীর পেটের বা নিচের দিকের নিকটবর্তী অংশকে বোঝায়। চলার সময় মাছের দেহের এ প্রান্তটি সর্বদাই জলাশয়ের তলদেশের দিকে অবস্থান করে থাকে। অন্যদিকে মানুষের ক্ষেত্রে অঙ্কীয়দেশ সম্মুখের দিকে অবস্থান করে।

  • অঙ্কীয় শব্দটি English শব্দ “Ventral” এর বঙ্গানুবাদ। English শব্দ “Ventral” এসেছে Latin word “venter” থেকে যার অর্থ “belly” তথা পেট।
  • অঙ্কীয়দেশ পেট বা উদরের দিকে এবং পৃষ্ঠদেশের বিপরীতে অবস্থান করে।
  • মাছের অঙ্কীয়দেশে অবস্থিত পাখনা অঙ্কীয়-পাখনা নামে পরিচিত।

 

 

Ventral side:

Generally ventral means near the lower or under side of an animal. It is an opposite end of dorsal. In fishes, ventral side always stays in the bottom/floor of water-bodies during locomotion. In human, it is on the front side of the body.

  • The word “ventral’ is created from the Latin word “venter” that means belly.
  • The ventral surfaces of the higher animal body include the chest, abdomen, shins, palms, and soles.

 




Visited 2,851 times, 1 visits today | Have any fisheries relevant question?
অঙ্কীয়দেশ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply