উন্নত মেরুদণ্ডীদের (সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী) নাকের দুটি রন্ধ্রের একটিকে নাসারন্ধ্র বলে। এদের নাসারন্ধ্র একই সাথে গন্ধ শনাক্তকরণ ও শ্বাস-প্রশ্বাস চালানোয় ব্যবহৃত হয়। মাছ ও উভচরদের নাকের পরিবর্তে একটি বা এক থেকে দুইজোড়া নাসারন্ধ্র বর্তমান যা নাক গঠন করে না।