বিনোদনমূলক মাছ শিকার

নির্মল আনন্দ লাভের উদ্দেশ্যে মাছ ধরা বা শিকার করাই হচ্ছে বিনোদনমূলক মাছ শিকার (বিনোদনমূলক মাছ ধরাও বলা হয়)। এটি হতে পারে কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে শৌখিন মাছ শিকার অথবা হতে পারে মাছ ধরার কোন প্রতিযোগিতায় বা খেলায় জয়লাভের মাধ্যমে আনন্দ প্রাপ্তি।

বিনোদনমূলক মাছ ধরা

নির্মল আনন্দ লাভের উদ্দেশ্যে মাছ ধরা বা শিকার করাই হচ্ছে বিনোদনমূলক মাছ ধরা (বিনোদনমূলক মাছ শিকারও বলা হয়)। এটি হতে পারে কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে শৌখিন মাছ শিকার অথবা হতে পারে মাছ ধরার কোন প্রতিযোগিতায় বা খেলায় জয়লাভের মাধ্যমে আনন্দ প্রাপ্তি।

উদ্দীপক

উদ্দীপক [stimulus (plural stimuli)] প্রাণী কর্তৃক সনাক্ত-যোগ্য পরিবেশের উপাদান (মূলত পরিবেশের পরিবর্তন) যা জীবন্ত প্রাণীকে প্রতিক্রিয়া প্রকাশে উদ্বুদ্ধ করে। প্রাণী দেহের অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তন (যেমন-পাকস্থলীর পেশীর সংকোচন) উদ্দীপক হিসেবে কাজ করলে তাকে অভ্যন্তরীণ উদ্দীপক এবং প্রাণীদেহের বাহ্যিক পরিবেশের পরিবর্তন (যেমন-তাপমাত্রা,

উভচর প্রাণী

জীবনচক্র সম্পন্ন করার জন্য যারা লার্ভা দশা জলীয় পরিবেশে এবং পূর্ণাঙ্গ দশা স্থলে কাটায় তাদেরকে উভচর প্রাণী (Amphibians, singular- Amphibian) বলে। উভচর প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা হিমশোণিত অর্থাৎ শীতল রক্ত বিশিষ্ট (cold-blooded or ectothermic) প্রাণী, এদের ত্বক আর্দ্র, পিচ্ছিল