Animals having fluid filled body cavity between the most inner membrane (parietal peritoneum) of body wall and the most outer membrane (visceral peritoneum) of alimentary canal and other internal organs (liver, heart, lung etc.). In brief, animals that have ceolom are called coelomates.

On the other hand, coelomata is the name of group that includes coelomates.

Coelom (of coelomate) is functioned as a carrier of the internal organs (liver, heart, lung etc.). It allows for the body to bend and move around without possibly harming internal organs. It allows some internal organs (heart, lung etc.) to expand. It helps to bear, circulate and excrete waste products.
Generally coelom is treated as eucoelom or true coelom. As a result, coelomate, coelomates and coelomata is also known as eucoelomate, eucoelomates and eucoelomata orderly.
Examples of coelomets: animals of the phylum Mollusca, Annelida, Arthropoda, Echinodermata, Chordata etc.

 

 

সিলোমেটস:
যেসব প্রাণীদের দেহ প্রাচীরের সবচেয়ে ভেতরের আবরণী (parietal peritoneum) এবং পৌষ্টিকনালি ও অন্যান্য অঙ্গের (যকৃত, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি) সবচেয়ে বাহিরের আবরণীর (visceral peritoneum) মধ্যবর্তী গহ্বর তরলে পূর্ণ থাকে তাদেরকে সিলোমেটস (coelomates) (একবচনে- সিলোমেট (coelomate)) বলে। আর এ জাতীয় দেহ গহ্বরকে সিলোম (Coelom) বলে।

সিলোমেটস এর সিলোম প্রাণিদেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহ ধারণ করা, অনেক অঙ্গের (হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি) প্রসারণে জায়গা করে দেয়া, দেহ বাকানো ও নড়ন-চলনের সময় এসব অঙ্গকে সুরক্ষা প্রদানে ভূমিকা রাখা ছাড়াও সংবহন, বর্জ্য পদার্থ ধারণ ও নিষ্কাশন ইত্যাদি কাজে সহায়তা করে।

সিলোমেটস প্রাণীদের দলটি সিলোমাটা (coelomata) নামে পরিচিত।
সাধারণ অর্থে দেহগহ্বর বা সিলোম বলতে প্রকৃত সিলোম বা প্রকৃত দেহগহ্বরকেই বোঝায়। তাই সিলোমেট, সিলোমেটস ও সিলোমাটা যথাক্রমে ইউসিলোমেট, ইউসিলোমেটস ও ইউসিলোমাটা নামেও পরিচিত।
সিলোমেটস এর উদাহরণ: মোলাস্কা (Mollusca), অ্যানিলিডা (Annelida), আর্থ্রোপোডা (Arthropoda), একাইনোডার্মাটা (Echinodermata), কর্ডাটা (Chordata) ইত্যাদি পর্বের প্রাণীদের প্রকৃত সিলোম তথা প্রকৃত দেহগহ্বর দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা সিলোমেটস (সেই সাথে ইউসিলোমেটসও)।



Visited 103 times, 1 visits today | Have any fisheries relevant question?
Coelomates

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply