ডিমপাড়া প্রাণীদের (যেমন – মাছ, উভচর, সরীসৃপ, পাখি, মনোট্রিমস (Monotremes) দলের স্তন্যপায়ী) ডিম ফুটে বের হওয়া সদ্যজাত বাচ্চাকে Hatchling (হ্যাচলিং) বলে। এসময় মাছের বাচ্চা তথা পোনার গলবিলীয় অঞ্চলের অঙ্কীয় দিকে কুসুম থলি উপস্থিত থাকায় এদেরকে ডিম পোনাও (Sac fry বা
Hatchery
Hatchery (হ্যাচারি) বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে প্রণোদিত বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে কোন প্রাণীর (বিশেষত হাঁস-মুরগি, মাছ ইত্যাদি) বাচ্চা বা পোনা উৎপাদন ও লালন-পালনের প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা রয়েছে। যেমন – মাছের পোনা উৎপাদনের হ্যাচারিকে Fish hatchery (মৎস্য হ্যাচারি) বলে।
Hair
Hair (চুল বা লোম) হচ্ছে ত্বকের এপিডার্মিস (Epidermis) স্তর হতে উৎপন্ন কেরাটিন (Keratin) যুক্ত লম্বা কোষ নির্মিত দণ্ডাকার গঠন বিশেষ যা স্তন্যপায়ীদের অন্যতম সনাক্তকারী বৈশিষ্ট্য। ব্যতিক্রম ব্যতীত স্তন্যপায়ীদের দেহ চুল বা লোম দ্বারা আবৃত থাকে। প্রজাতিভেদে লোমের উপস্থিতির ঘনত্ব কম-বেশী
Hemibranch gill
আদর্শ ফুলকা একটি গিল আর্চের (Gill arch) ও এর সাথে দুই সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত হয়ে থাকে। তবে অনেক ফুলকা দুই সারির পরিবর্তে এক সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত হয়ে থাকে যাকে Hemibranch
Holobranch gill
আদর্শ ফুলকা একটি গিল আর্চের (Gill arch) ও এর সাথে দুই সারিতে (Raw) সংযুক্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত যা জলীয় পরিবেশে শ্বসনকার্য সম্পাদন করতে সক্ষম। এধরনের ফুলকা Holobranch gill (হলোব্রাঞ্চ ফুলকা) হিসেবে পরিচিত। অন্যদিকে গিল আর্চের (Gill arch) এর
Hypocercal caudal fin
Hypocercal caudal fin (হাইপোসার্ক্যাল পুচ্ছ পাখনা) এর শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হয়ে একে এমন দুটি অসম খণ্ডে (lobe) বিভক্ত করে যার অঙ্কীয় খণ্ড (Ventral বা Hypochordal lobe) পৃষ্ঠ খণ্ডের (Dorsal বা Epichordal lobe) চেয়ে বড় হয়ে থাকে। অর্থাৎ এর বাহ্যিক গঠন
Heterocercal caudal fin
Heterocercal caudal fin (হেটেরোসার্ক্যাল পুচ্ছ পাখনা) এর শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হয়ে একে এমন দুটি অসম খণ্ডে (lobe) বিভক্ত করে যার পৃষ্ঠ খণ্ড (Dorsal বা Epichordal lobe) অঙ্কীয় খণ্ডের (Ventral বা Hypochordal lobe e) চেয়ে বড় হয়ে থাকে। এ ধরণের পুচ্ছ
Homocercal caudal fin
Homocercal caudal fin (হোমোসার্ক্যাল পুচ্ছ পাখনা) এর শেষ প্রান্ত বিস্তৃত হয়ে দুটি সম খণ্ডে (lobe) বিভক্ত হয়। অর্থাৎ এর পৃষ্ঠ খণ্ড (Dorsal বা Epichordal lobe) ও অঙ্কীয় খণ্ড (Ventral বা Hypochordal lobe) সমান হয়ে থাকে। তবে বাহ্যিকভাবে উভয় খণ্ড সমান
Hibernation
Hibernation is an inactive state resembling deep sleep in which certain animals living in cold climates pass the winter. On the other hands, it is a condition of inactivity and metabolic depression in endotherms (Poikilothermic or Ectothermic or Cold blooded
Hypoderm
Hypoderm (also known hypodermis, subcutaneous tissue, subcutaneous layer, subcutis, or superficial fascia) is the lowermost layer of skin as well as integumentary system in most of all vertebrates. It is derived from the mesoderm and composed of areolar and adipose
Hypodermis
Hypodermis (also known hypoderm, subcutaneous tissue, subcutaneous layer, subcutis, or superficial fascia) is the lowermost layer of skin as well as integumentary system in most of all vertebrates. It is derived from the mesoderm and composed of areolar and adipose
Haploid
Haploid means having half of the total number of unique chromosomes in a somatic cell of diploid and polyploid organism. It is symbolized by “n”. All male and female gamete (also known reproductive cell, germinal cell, sex cell) of diploid and
Homeothermic animal
An organism having a constant body temperature such as in humans the average internal temperature is 37.0 °C (98.6 °F). Homeothermic animal (also known Endothermic animal) is able to regulate its body temperature with the help of two biological mechanisms