অঙ্কীয়দেশ বলতে সাধারণত প্রাণীর পেটের বা নিচের দিকের নিকটবর্তী অংশকে বোঝায়। চলার সময় মাছের দেহের এ প্রান্তটি সর্বদাই জলাশয়ের তলদেশের দিকে অবস্থান করে থাকে। অন্যদিকে মানুষের ক্ষেত্রে অঙ্কীয়দেশ সম্মুখের দিকে অবস্থান করে। অঙ্কীয় শব্দটি English শব্দ “Ventral” এর বঙ্গানুবাদ। English
অসমোরেগুলেশন
যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণী দেহের লবণ ও পানির ভারসাম্য বজায় রাখে তাকে অসমোরেগুলেশন (Osmoregulatio) বলে। অন্যভাবে বলা যায়, যে প্রক্রিয়ায় প্রাণী তার দেহস্থ তরল ও পারিপার্শ্বিক পরিবেশের তরলের ঘনত্বর সাম্যতা রক্ষা করে তাকে ওসমোরেগুলেশন বলে। আমরা জানি, একটি অর্ধভেদ্য পর্দা
অ্যাক্রানিয়া
অ্যাক্রানিয়া (Acrania) বা অ্যাক্রানিয়াটা (Acraniata) হল কর্ডাটা পর্বের অন্তর্গত একটি প্রাণিদল যাদের করোটি, মস্তক, মস্তিষ্ক, মেরুদণ্ড ও চোয়াল অনুপস্থিত কিন্তু নটোকর্ড বর্তমান। এদের সকলেই সামুদ্রিক, আকারে ছোট এবং কর্ডাটা পর্বের অনুন্নত প্রাণী। এদেরকে তিনটি উপদলে ভাগ করা হয়ে থাকে যথা-