অধর বলতে মানুষসহ অন্যান্য অনেক প্রাণীর মুখের নীচের নরম ও সচল উন্মুক্ত প্রান্তকে বোঝায়। অন্যদিকে উপরের প্রান্ত ওষ্ঠ নামে পরিচিত। ওষ্ঠ ও অধর সম্মিলিতভাবে ঠোঁট গঠন করে যা খাবার গ্রহণ ও বর্ণ বা শব্দ উচ্চারণে শব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
ওষ্ঠ
ওষ্ঠ বলতে মানুষসহ অন্যান্য অনেক প্রাণীর মুখের উপরের নরম ও সচল উন্মুক্ত প্রান্তকে বোঝায়। অন্যদিকে নিচের প্রান্ত অধর নামে পরিচিত। ওষ্ঠ ও অধর সম্মিলিতভাবে ঠোঁট গঠন করে যা খাবার গ্রহণ ও বর্ণ বা শব্দ উচ্চারণে শব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
ঠোঁট
ঠোঁট বলতে মানুষসহ অন্যান্য অনেক প্রাণীর মুখের উপরের ও নীচের নরম ও সচল উন্মুক্ত প্রান্তকে বোঝায়। উপরের ঠোঁট ওষ্ঠ এবং নীচের ঠোঁট অধর নামে পরিচিত। খাবার গ্রহণ ও বর্ণ বা শব্দ উচ্চারণে শব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। In
Lips
Lips (Singular: Lip) are soft and movable two fleshy and visible opening parts (upper and lower) of mouth of humans and many animals. It serve as the opening for food intake and in the articulation of sound and speech.
ওবেরিয়ান ওসিকল
ওবেরিয়ান ওসিকল (অন্য উচ্চারণ: ওয়েবেরিয়ান ওসিকল; মূল শব্দ: ভেবেরিয়ান ওসিকলস; অন্য পরিচিতি ভেবেরিয়ান এপারেটাস) (In English: Weberian ossicles or Weberian apparatus) হচ্ছে চারটি ক্ষুদ্র অস্থির গঠন যা বায়ুথলী বিশিষ্ট মাছের বায়ুথলীর (air bladder) সাথে অন্তঃকর্ণের ল্যাবিরিন্থকে (labyrinth) সংযুক্ত করেছে। সম্মুখ
ওয়েবেরিয়ান ওসিকল
ওয়েবেরিয়ান ওসিকল (অন্য উচ্চারণ: ওবেরিয়ান ওসিকল, মূল শব্দ: ভেবেরিয়ান ওসিকলস; অন্য পরিচিতি ভেবেরিয়ান এপারেটাস) (In English: Weberian ossicles or Weberian apparatus) হচ্ছে চারটি ক্ষুদ্র অস্থির গঠন যা বায়ুথলী বিশিষ্ট মাছের বায়ুথলীর (air bladder) সাথে অন্তঃকর্ণের ল্যাবিরিন্থকে (labyrinth) সংযুক্ত করেছে। সম্মুখ
Weberian apparatus
Weberian apparatus (Weberian ossicles) is a chain of four small bones that connect the labyrinth of internal ear (auditory system) to the air bladder of fishes belonging to the superorder Ostariophysi (orders Cypriniformes, Gonorynchiformes, and Siluriformes). This chain comprises four
ঐচ্ছিক
ঐচ্ছিক (In English: Optional) বলতে বোঝায় বাধ্যতামূলক নয় এমন। যেমন- ইচ্ছানুযায়ী, ইচ্ছাধীন, অনাবশ্যিক, ইচ্ছাসম্পর্কিত ইত্যাদি। ইচ্ছা+ইক সন্ধিযোগে শব্দটি তৈরি হয়েছে। উদাহরণ: ঐচ্ছিক পেশী কলা – যে পেশী কলার সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল তাকে ঐচ্ছিক পেশী কলা (Voluntary muscular tissue)
ঐচ্ছিক পেশী
যে পেশীর সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল তাকে ঐচ্ছিক পেশী (Voluntary muscle) বলে। উদাহরণ: ঐচ্ছিক পেশী কলা – প্রাণী যে পেশী কলার সংকোচন-প্রসারণ নিজ ইচ্ছা অনুযায়ী করতে সক্ষম তাকে ঐচ্ছিক পেশী কলা (Voluntary muscular tissue) বলে। ঐচ্ছিক (In English: Optional)
উর্বর
উর্বর (অন্য বানান: ঊর্বর, In English: Fertile) বলতে বোঝায় পর্যাপ্ত উৎপাদনের শক্তি আছে এমন। যেমন উর্বর জমি। যে মাছ প্রচুর বা পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদন করতে সক্ষম তাকে উর্বর মা মাছ বলা হয়।
ঊর্বর
ঊর্বর (অন্য বানান: উর্বর, In English: Fertile) বলতে বোঝায় পর্যাপ্ত উৎপাদনের শক্তি আছে এমন। যেমন ঊর্বর জমি। যে মাছ প্রচুর বা পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদন করতে সক্ষম তাকে ঊর্বর মা মাছ বলা হয়।
ঈশানকোণ
উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী দিকটি ঈশানকোণ (North-east) নামে পরিচিত।
ঋতুভিত্তিক অভিপ্রয়াণ
যখন কোন প্রজাতির সকল সমস্য ঋতুর উপর ভিত্তি করে বা ঋতুর প্রভাবে অভিপ্রয়াণ করে থাকে তখন তাকে ঋতুভিত্তিক অভিপ্রয়াণ (Seasonal migration) বলা হয়। যেমন আমাদের দেশে ইলিশ মাছ শীতের শুরুতে ও শেষে সমুদ্র থেকে নদীতে প্রজননের উদ্যেশ্যে অভিপ্রয়াণ করে থাকে।