Diploid means having double set of chromosomes. It is symbolized by “2n”.

Cell containing double set of chromosomes in nucleus is known diploid cell. Most of all diploid cells bearing organism is known diploid organism.

Most eukaryotic species are diploid that means they have two sets of chromosomes in nucleus. Among them one set inherited from each parent. Although gametes of diploid organisms having haploid chromosomes. Such as, the chromosome number of somatic cell of Labeo rohita is diploid that means 2n = 2×25=50 or 25 pairs, where as the chromosome number of a gamete of this fish is haploid that means n= 25.

 

ডিপ্লয়েড:
ডিপ্লয়েড বলতে বোঝায় দুই সেট (set) ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ মূল বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের দুই সেট উপস্থিত এমন। এটি “2n” দ্বারা প্রকাশ করা হয়।

একটি কোষের নিউক্লিয়াস দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে ডিপ্লয়েড কোষ বলে। একই ভাবে কোন জীবের অধিকাংশ কোষের নিউক্লিয়াস দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে হ্যাপ্লয়েড জীব বলা হয়।

মাছ, মানুষ ইত্যাদির মত অধিকাংশ ইউক্যারিওটিক (eukaryotic) প্রাণীই ডিপ্লয়েড ধরণের অর্থাৎ এদের অধিকাংশ কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম উপস্থিত যার একসেট বাবার কাছ থেকে এবং অপর সেট মায়ের কাছ পেয়ে থাকে। যেমন রুই মাছের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড অর্থাৎ 2n = ২×২৫=৫০টি (দুই সেট, প্রতি সেটে ২৫টি), অতএব এর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড অর্থাৎ এক সেট তথা ২৫টি।



Visited 140 times, 1 visits today | Have any fisheries relevant question?
Diploid

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply