যাদের দেহের তাপমাত্রা শরীরবৃত্তীয়ভাবে (physiologically) নিয়ন্ত্রিত না হয়ে বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদেরকে হিমশোণিত প্রাণী বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী (Cold blooded animal) বলে।

বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বিধায় এদের দেহের তাপমাত্রা সুনির্দিষ্ট থাকে না। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বাড়ে আবার পরিবেশের তাপমাত্রা কমলে এদের দেহের তাপমাত্রা কমে। দেহের তাপমাত্রা শরীরবৃত্তীয়ভাবে নিয়ন্ত্রণ করার সক্ষমতা না থাকার কারণেই এদের দেহের তাপমাত্রা বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।

উদাহরণ: সকল অমেরুদণ্ডী প্রাণী এবং পাখি ও স্তন্যপায়ী ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী। যেমন- অমেরুদণ্ডীর মধ্যে চিংড়ি, শামুক, ঝিনুক, তারামাছ ইত্যাদি এবং মেরুদণ্ডীর মধ্যে মাছ, ব্যাঙ, কুমির ইত্যাদি।

 

 

Cold blooded animal:
An organism having irregular (not constant) body temperature that means their body temperature changes with the temperature of its surrounding environment. Such as all invertebrates and vertebrates except birds and mammals.

Cold blooded animal is not able to regulate its body temperature physiologically. Their internal physiological sources of heat are of relatively very small or quite negligible importance in regulating body temperature. As a result, their necessary body heat comes from outside of their body.

It is also known Ectothermic animal, here Greek word “ektos” means “outside” and “thermos” means “hot”. Moreover, it is also called Poikilothermic animal, here Greek word “poikilos” means “varied” and “thermia” means “heat”.



Visited 200 times, 1 visits today | Have any fisheries relevant question?
হিমশোণিত প্রাণী

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply