লোম (Hair) হচ্ছে ত্বকের এপিডার্মিস (Epidermis) স্তর হতে উৎপন্ন কেরাটিন (Keratin) যুক্ত লম্বা কোষ নির্মিত দণ্ডাকার গঠন বিশেষ যা স্তন্যপায়ীদের অন্যতম সনাক্তকারী বৈশিষ্ট্য।
ব্যতিক্রম ব্যতীত স্তন্যপায়ীদের দেহ লোম দ্বারা আবৃত থাকে। প্রজাতিভেদে লোমের উপস্থিতির ঘনত্ব কম-বেশী হতে পারে। যেমন- গরু, ছাগল ইত্যাদি প্রাণীতে লোমের উপস্থিতি অনেক বেশী বা ঘন অন্যদিকে মানুষের দেহ হালকাভাবে লোমে আবৃত থাকে। তিমি, ডলফিন ইত্যাদি জলজ স্তন্যপায়ীতে খুব কম পরিমাণে বিচ্ছিন্নভাবে লোমের উপস্থিতি দেখতে পাওয়া যায়।
প্রতিটি লোম ডার্মিসের (Dermis) অভ্যন্তরে অবস্থিত এপিডার্মিসের জার্মিনেটিভ (Germinative) স্তর উদ্ভূত হেয়ার ফলিকল (Hair follicle) হতে উৎপন্ন হয়ে থাকে।
লোম, চুল নামেও পরিচিত।



Visited 272 times, 1 visits today | Have any fisheries relevant question?
লোম

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply