অধিকাংশ মেরুদণ্ডীদের চোয়ালে অথবা মুখ বা গলবিলের অভ্যন্তরীণ ত্বকে অবস্থিত শক্ত, ছোট, ডেন্টিন (dentin), পাল্প (pulp), সিমেন্টাম (cementum) ও এনামেলে (enamel) নির্মিত সাদাটে গঠন বিশেষ যা মূলত খাদ্য কামড়ে ধরা ও চিবানোর পাশাপাশি আক্রমণ ও প্রতিরক্ষায় ব্যবহৃত হয়।

অন্যদিকে অনেক অমেরুদণ্ডীদের মুখ বা খোলস বা বহিঃকঙ্কালে একই ধরণের বহিঃবৃদ্ধি (outgrowth) দেখতে পাওয়া যায় যা দাঁত নামে পরিচিত।

মেরুদণ্ডীদের দাঁত প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথা-

  • হোমোডোন্ট (homodont): যখন দাঁতগুলো আকার-আকৃতিতে একই ধরণের হয়ে থাকে তখন তাকে হোমোডন্ট বলে। যেমন অধিকাংশ মাছের দাঁত এধরণের।
  • হেটারোডোন্ট (heterodont): যখন দাঁতগুলো আকার-আকৃতিতে ভিন্ন ধরণের হয়ে থাকে তখন তাকে হেটারোডন্ট বলে। যেমন অধিকাংশ স্তন্যপায়ীর দাঁত এধরণের যথা- কৃন্তক (incisor), পেষক (molar), পুরঃপেষক (premolar), শ্বাদন্ত (canine) ইত্যাদি।

 

 

Tooth:

Tooth (plural: teeth) is a small, hard and whitish outgrowth on the jaw or skin of mouth as well as pharynx of most vertebrates. It is not made of bone. A typical vertebrate’s tooth consists of pulp, dentine, cementum and enamel. Teeth are mainly used for biting and masticating of food or for attack and defense.

Any of various analogous (similar or parallel) outgrowths occurring in mouth or shell or exoskeleton in invertebrates are also called as teeth (singular: tooth).

Teeth of vertebrates may be divided into two main categories such as-

  • Homodont: Teeth are alike or similar or analogous, found in most of fishes.
  • Heterodont: Teeth are unlike or dissimilar (such as incisors, canines, premolar, molar), found in most mammals.

 

 

 



Visited 328 times, 1 visits today | Have any fisheries relevant question?
দাঁত

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply