চোখ হচ্ছে প্রাণীর দর্শন অঙ্গ যা আলোক তরঙ্গ সনাক্ত করতে সক্ষম। কোন পদার্থ থেকে প্রতিফলিত আলো এই অঙ্গের মাধ্যমেই প্রাণীরা সনাক্ত করে এবং বস্তুটি দেখতে সক্ষম হয়। উন্নত প্রাণীর মত মাছেও একজোড়া চোখ বর্তমান।

চোখ আলোর উপস্থিতি, অনুপস্থিতি ছাড়াও আলোর তীব্রতাও পরিমাপ করতে সক্ষম। মাছসহ অধিকাংশ প্রাণীর চোখই বর্ণ শনাক্ত করতে সক্ষম। মাছের চোখ পানির অভ্যন্তরে আলো ও বর্ণ সনাক্ত করতে বিশেষভাবে অভিযোজিত।

মাছের চোখ স্থলচর মেরুদণ্ডী যেমন পাখী ও স্তন্যপায়ীর চোখের মতই তবে এদের চোখের লেন্স অধিক গোলাকার এবং চোখের পাতা (Eye lid) অনুপস্থিত। অধিকাংশ মাছের চোখই উন্নত প্রকৃতির তবে হ্যাগফিসের মত কোন কোন মাছে অনুন্নত চোখও দেখতে পাওয়া যায়। সমুদ্রের গভীর জলে বা গুহায় বসবাসকারী মাছে চোখ অনুপস্থিত বা থাকলেও তা অনুন্নত ও অকার্যকর। আবার কোন কোন প্রজাতিতে কার্যকর চোখ অস্বচ্ছ পর্দা দ্বারা আবৃত।

 

Eye
Eye is an organ of vision. It is a kind of receptor organ that detects light wave and convert it into electro-chemical impulses in neurons. Like higher animals fishes have a pair of eyes.

Fish eyes are similar to terrestrial vertebrates like birds and mammals, but have a more spherical lens capable of focusing incident light on an internal photosensitive retina from which nerve impulses are sent to the brain. They have no eye lids.

Most of all fish eyes are highly developed and adapted to view under water and having colour vision. Some fishes like hagfish have only primitive eyespots. On the other hand, deep water as well as cave living fishes have no eyes or have inactive eyes. Some of them have active eyes with covered of non-transparent membrane.



Visited 391 times, 1 visits today | Have any fisheries relevant question?
চোখ

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Tagged on:

Leave a Reply