চিংড়ি হ্যাচারি (Shellfish hatchery) বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে প্রণোদিত বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির চিংড়ির পোনা উৎপাদন ও লালন-পালনের প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা রয়েছে।

অন্যদিকে মাছের পোনা উৎপাদনের হ্যাচারিকে মৎস্য হ্যাচারি বা ফিস হ্যাচারি “Fish hatchery” বা ফিনফিস হ্যাচারি  “Finfsh Hatchery” বলা হয়ে থাকে।



Visited 106 times, 1 visits today | Have any fisheries relevant question?
চিংড়ি হ্যাচারি

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply