প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণীদেরকে ইউসিলোমেটস (eucoelomates) (একবচনে- ইউসিলোমেট (eucoelomate)) বলে। ইউসিলোমেটস প্রাণীদের দলটির নাম ইউসিলোমাটা (eucoelomata)।

ইউসিলোমেটস এর উদাহরণ: মোলাস্কা (Mollusca), অ্যানিলিডা (Annelida), আর্থ্রোপোডা (Arthropoda), একাইনোডার্মাটা (Echinodermata), কর্ডাটা (Chordata) ইত্যাদি পর্বের প্রাণীদের প্রকৃত সিলোম তথা প্রকৃত দেহগহ্বর দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা ইউসিলোমেটস।

উল্লেখ্য যে, প্রাণীদেহের দেহ প্রাচীরের সবচেয়ে ভেতরের আবরণী (parietal peritoneum) এবং পৌষ্টিকনালি ও অন্যান্য অঙ্গের (যকৃত, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি) সবচেয়ে বাহিরের আবরণীর (visceral peritoneum) মধ্যবর্তী তরলে পূর্ণ গহ্বরকে প্রকৃত সিলোম (Coelom) বা প্রকৃত দেহগহ্বর বলে।
সাধারণ অর্থে দেহগহ্বর বা সিলোম বলতে প্রকৃত সিলোম বা প্রকৃত দেহগহ্বরকেই বোঝায়। তাই ইউসিলোমেট, ইউসিলোমেটস ও ইউসিলোমাটা যথাক্রমে সিলোমেট, সিলোমেটস ও সিলোমাটা নামেও পরিচিত।

 

 

Eucoelomates:
Animals having a true coelom are called eucoelomates (singular- eucoelomate). On the other hand, eucoelomata is the name of group that includes eucoelomates.

Examples of eucoelomets: Animals of the phylum Mollusca, Annelida, Arthropoda, Echinodermata, Chordata etc.

Eucoelom is a fluid filled body cavity between the most inner membrane (parietal peritoneum) of body wall and the most outer membrane (visceral peritoneum) of alimentary canal and other internal organs (liver, heart, lung etc.) of an animal. It is also known as true coelom and developed from the embryonic mesoderm of triploblastic and bilateral animals.

Generally coelom is treated as eucoelom or true coelom. As a result, eucoelomate, eucoelomates and eucoelomata is also known as coelomate, coelomates and coelomata orderly.



Visited 1,216 times, 1 visits today | Have any fisheries relevant question?
ইউসিলোমেটস

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply