আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans) হচ্ছে অগ্ন্যাশয়ে গুচ্ছাকারে অবস্থিত অন্তঃক্ষরা (Endocrine) কোষ তথা গ্রন্থি যা ইনসুলিন (insulin) ও গ্লুকাগন (glucagon) নামক হরমোন (hormone) নিঃসরণ করে। এটি আইল্যান্ড অব ল্যাঙ্গারহান্স (Islands of Langerhans) নামেও পরিচিত।

জার্মান চিকিৎসক পল ল্যাঙ্গারহান্স (Paul Langerhans) ১৮৬৯ সালে অগ্নাশয়ে অবস্থিত এই অন্তঃক্ষরা গ্রন্থি আবিষ্কার করেন এবং পরবর্তীতে তার নামানুসারেই এর নাম রাখা হয় “আইলেটস অব ল্যাঙ্গারহান্স” যার অর্থ ল্যাঙ্গারহান্সের দ্বীপ।

 

 

Islets of Langerhans:

Islets of Langerhans (also known as Islands of Langerhans) are the groups of pancreatic cells as well as endocrine gland secreting hormones named insulin and glucagon.

They are named for the German physician Paul Langerhans, who first described them in 1869.

 

 



Visited 5,001 times, 1 visits today | Have any fisheries relevant question?
আইলেটস অব ল্যাঙ্গারহান্স

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply