যে নিঃসারক কলা তথা গ্রন্থির ক্ষরণ (মূলত হরমোন (hormone)) সরাসরি রক্ত বা লিম্ফ (lymph) প্রবাহে নিক্ষিপ্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) বলে। যেমন- থাইরয়েড গ্রন্থি (Thyroid gland), পিটুইটারি গ্রন্থি (Pituitary gland), আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans), অ্যাডরিনাল গ্রন্থি (Adrenal gland), হাইপোথ্যালামাস গ্রন্থি (Hypothalamus gland) ইত্যাদি।

দুটি গ্রিক শব্দ যথা Endo বা Endon অর্থাৎ অভ্যন্তরে এবং Krinein বা Krino অর্থাৎ পৃথক করা নিয়ে Endocrine শব্দটি গঠিত। মতান্তরে, গ্রিক শব্দ Endo অর্থাৎ অভ্যন্তরে এবং Crinis অর্থাৎ ক্ষরণ নিয়ে Endocrine শব্দটি গঠিত।

অন্তঃক্ষরা গ্রন্থিতে কোন নালী থাকে না বিধায় এদের অনালী বা নালীবিহীন (Ductless) গ্রন্থিও বলা হয়।

 

 

 

Endocrine gland:

Substance (hormone) producing as well as secreting ductless gland of an animal that secretes directly into the blood or lymph stream. Such as pituitary gland, thyroid gland, adrenal gland, Islets of Langerhans, Hypothalamus etc.

The word Endocrine derives from the greek words Endo meaning inside or within, and crinis for secrete. On the other hand, different documents mention that it develops from greek words Endo or Endon meaning inside or within and Krinein or Krino meaning to separate.

 

 

 



Visited 7,584 times, 1 visits today | Have any fisheries relevant question?
অন্তঃক্ষরা গ্রন্থি

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply