অঙ্কীয়দেশ

অঙ্কীয়দেশ বলতে সাধারণত প্রাণীর পেটের বা নিচের দিকের নিকটবর্তী অংশকে বোঝায়। চলার সময় মাছের দেহের এ প্রান্তটি সর্বদাই জলাশয়ের তলদেশের দিকে অবস্থান করে থাকে। অন্যদিকে মানুষের ক্ষেত্রে অঙ্কীয়দেশ সম্মুখের দিকে অবস্থান করে।

অঙ্কীয় শব্দটি English >>>

অসমোরেগুলেশন

যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণী দেহের লবণ ও পানির ভারসাম্য বজায় রাখে তাকে অসমোরেগুলেশন (Osmoregulatio) বলে।

অন্যভাবে বলা যায়, যে প্রক্রিয়ায় প্রাণী তার দেহস্থ তরল ও পারিপার্শ্বিক পরিবেশের তরলের ঘনত্বর সাম্যতা রক্ষা করে তাকে ওসমোরেগুলেশন বলে।

>>>

অ্যাক্রানিয়া

অ্যাক্রানিয়া (Acrania) বা অ্যাক্রানিয়াটা (Acraniata) হল কর্ডাটা পর্বের অন্তর্গত একটি প্রাণিদল যাদের করোটি, মস্তক, মস্তিষ্ক, মেরুদণ্ড ও চোয়াল অনুপস্থিত কিন্তু নটোকর্ড বর্তমান।

এদের সকলেই সামুদ্রিক, আকারে ছোট এবং কর্ডাটা পর্বের অনুন্নত প্রাণী। এদেরকে তিনটি উপদলে >>>