বাংলা | ব্যঞ্জনবর্ণ |

হৃদযন্ত্র

পাম্পের মাধ্যমে রক্ত সংবহনতন্ত্রের মধ্য দিয়ে প্রাণীর সারা দেহে রক্তপ্রবাহ নিশ্চিত করার পেশী নির্মিত অঙ্গই হচ্ছে হৃদযন্ত্র। এটি মূলত রক্তনালীর একটি বিশেষায়িত গঠন যা কমপক্ষে দুটি কপাটিকার মাধ্যমে রক্তকে পেছনের দিকে প্রবাহিত হতে বাঁধা দেয়।

দুই বা ততোধিক প্রকোষ্ঠ নিয়ে হৃদযন্ত্র গঠিত যা মূলত অলিন্দ ও নিলয় নামে পরিচিত। মাছের হৃদযন্ত্রে একটি অলিন্দ ও একটি নিলয়, উভচর ও সরীসৃপের হৃদযন্ত্রে দুটি অলিন্দ ও একটি নিলয় এবং পাখি ও স্তন্যপায়ীর হৃদযন্ত্রে দুটি অলিন্দ ও দুটি নিলয় দেখতে পাওয়া যায়।

 

 

Heart:

A muscular organ that pumps blood round the circulatory system in higher animal. It is an enlarged muscular part of blood vessel that contains at least two valves to prevent back flow of blood.

It is derived into two or more chambers which are called as auricle and ventricle. Fishes have one auricle and one ventricle, amphibians and most of reptiles have two auricles and one ventricle, birds and mammalians have two auricles and ventricles.

 

 

 



Visited 335 times, 1 visits today | Have any fisheries relevant question?

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply