অ | বাংলা | স্বরবর্ণ

অ্যাসিলোম

যখন কোন প্রাণীর দেহগহ্বর তরল পদার্থের পরিবর্তে কোষ ও কলা দিয়ে পূর্ণ থাকে তখন তাকে অ্যাসিলোম (acoelom) বলে। এ ধরণের সিলোমে মেসোডার্ম উদ্ভূত আবরণীও (peritoneum) অনুপস্থিত থাকে।

অ্যাসিলোম বিশিষ্ট (অর্থাৎ তরলে পূর্ণ দেহগহ্ববিহীন) প্রাণীকে অ্যসিলোমেট (acoelomate) বা দেহগহ্বরবিহীন বা সিলোমবিহীন প্রাণী, প্রাণিদেরকে অ্যাসিলোমেটস (acoelomates) এবং প্রাণীর দলকে অ্যাসিলোমাটা (acoelomata) বলে।

যেমন- নিডোরিয়া (Cnidaria) পর্বের জেলিফিশ, প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) পর্বের ফিতাকৃমি ইত্যাদি অ্যাসিলোমেট এর উদাহরণ।

 

 

Acoelom:
Acoelom means a body cavity which is filled with cell and tissue in place of body fluid. It is lacking of body fluid and also lacking of peritoneum.

An animal having acoelom (means having no fluid filled coelom) is called as acoelomate (plural: acoelomates). On the other hand, acoelomata is the name of group that includes acoelomates.

Example of acoelomates: Jellyfish (Cnidaria), tapeworm (Platyhelminthes) etc.



Visited 167 times, 1 visits today | Have any fisheries relevant question?

Visitors' Opinions

Contributor:

বিডিফিশের লেখক এবিএম মহসিন ফিশারিজ বিষয়ে নিয়মিত লিখেন বিডিফিশ বাংলায়। এছাড়াও মাঝে মাঝে লিখেন BdFISH Feature এ। এছাড়া ছবি তোলাতেও তার নেশা রয়েছে যা প্রকাশিত হয় বিডিফিশ গ্যালারিতে

Leave a Reply